Youtube চ্যানেল জনপ্রিয় করার উপায় পর্ব ৩ এ স্বাগতম,যারা পর্ব ১ ও ২ পড়েন নি এখানে ক্লিক করে পড়ে নিন।
বাড়তি কিছু না বলে মূল টপিকে যাচ্ছি!
( youtube subscriber )
৯.চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ান
প্রতিদিন সময় করে ইউটিউবের অন্য যে বাংলা ভিডিওগুলো কয়েক লাখ ভিজিটর আছে সেগুলোতে কমেন্ট করুন যদি আপনার ভিডিওগুলি বাংলা হয়। কমেন্টটি অবশ্যই এমনভাবে করুন Exchange করে যাতে লেখা থাকবে আপনি তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার বদলে সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে এরকম। আপনি যে আপনার ভিডিওগুলো আপলোড করবেন,
সেগুলোর বর্ণনাতে অবশ্যই আপনার চ্যানেলের অন্য ভিডিওর লিংক যোগ করবেন।
সেগুলোর বর্ণনাতে অবশ্যই আপনার চ্যানেলের অন্য ভিডিওর লিংক যোগ করবেন।
( youtube subscriber )
এছাড়া আপনার ভিউয়ার কে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করবেন। সম্ভব হলে মজাদার জোকস বা হাসির কথা বলে আপনার ভিউয়ার কে সাবস্ক্রাইব করতে বলবেন।
অনেকেই মনে করেন চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকলে চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায়। এটি একটি ভুল ধারনা। আপনি যদি কয়েক শো ভিডিও আপ করেন যেগুলো কোন কাজেরই না কেউ দেখে না, তাহলে আপনি কোনদিনও বেশি সাবস্ক্রাইবার পাবেন না, বরং শুধু সাবস্ক্রাইবার হারাবেন। কারণ কেউই চায় না অন্যের ভিডিও দিয়ে তার ইউটিউব একাউন্ট ভরে থাক। ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ছুটির দিন বা নির্দিষ্ট একটি দিন বেচে নিন এবং নির্দিষ্ট একটি সময়। কারণ আপনার যারা সাবস্ক্রাইবার তারা ওই দিনটি মাথায় রাখবে যেমন শুক্রবার বা রবিবার, এবং সে নির্দিষ্ট ওই সময়েই আপনার চ্যানেলে ঢুকবে আপনার নতুন ভিডিওটি দেখার জন্য। আপনি যদি সিডিউল মেইনটেন করে আপনার ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওটি ইউটিউব তার সার্চ রেজাল্টে এক নাম্বারে নিয়ে এসে দেখাবে।
( youtube subscriber )
তবে একটি জিনিষ অবশ্যই মাথায় রাখবেন যাই আপলোড করেন না কেন, তা যেন সকলের উপকারে আসে মানুষ কিছু শিখতে পারে। আপনার ভিডিও যখন কারো উপকারে আসবে, তখন আপনি আপনার ভিডিও থেকে উপকৃত হবেন সাবস্ক্রাইব বাড়বে । মানে আপনার ভিডিওগুলি  থেকে তখন এড লাগানোর পর টাকা আসা শুরু  হবে। আর একটি কাজ করতে পারেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়ানোর জন্য। সেটা হলো অন্যান্য ইউটিউব চ্যানেল ক্রিয়েটরদের সাথে exchange এর জন্য যোগাযোগ করে তাদের বলতে পারেন, যে আপনার ভিডিওর মধ্যে আপনি তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বক্স বসাবেন exchange এর জন্য, বিনিময়ে তারাও তাদের ভিডিওর মধ্যে exchange এর জন্য আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বক্স বসাবে।
( youtube subscriber )
১০. আপনাদের জন্য গোপন ফরমুলা
আপনাদের সাথে এখন ১০০% কাজের একটি গোপন ফরমুলা নিয়ে কথা বলবো, যে ফরমুলা ব্যবহার করলে অতি সহজে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে অনেক পারেন।
ধরুন আপনার নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার ২৫০ জন। এখন আপনার চ্যানেলের ভিডিওর সাথে মিলে যায় এরকম আর একটি চ্যানেল সার্চ করে বের করুন যার সাবস্ক্রাইবার থাকবে ২৫০ থেকে ৩০০ জনের মত। এখন তাকে মানে চ্যানেলটির মালিককে একটি ম্যসেজ পাঠান যে আপনি একটি নতুন ভিডিও তৈরি করেছেন যাতে বলা আছে এই চ্যানেলটি কি কি কারণে ভালো। 
( youtube subscriber )
এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি আরো ভালো ভালো ভিডিও পেতে পারেন। আপনি এখন চাচ্ছেন তার চ্যানেলে এবং আপনার চ্যানেলে দুটাতেই এই ভিডিওটি আপলোড করতে। আপনি আপনার চ্যানেলে যখন এই ভিডিওটি আপলোড করবেন তখন লিংক হিসেবে ওই চ্যানেলের ব্যংকলিংক ব্যবহার
করবেন এবং ওই চ্যানেলের মালিক আপনার লিংক ব্যবহার করবে এক্সচেঞ্জ এর মত। এতে করে আপনি খুবসহজে ওই একটি চ্যানেলে থেকে ১০০ থেকে ২০০ এর মত সাবস্ক্রাইবার পেতে পারেন। তাহলে আপনার এখন মোট সাবস্ক্রাইবার দাড়ালো ৩৫০ জনে।
( youtube subscriber )
এবার আপনি ইউটুবে খুজবেন ৪০০ থেকে ৫০০ সাবস্ক্রাইবওয়ালা চ্যানেল। এখানেও একই ভাবে এক্সচেঞ্জ করবেন। আপনার সাবস্ক্রাইবার যত বাড়বে আপনি তার চেয়ে আরেকটু বেশি সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল খুজবেন, এভাবে বাড়তে বাড়তে বাড়তে একদিন নিশ্চয়ই আপনার সাবস্ক্রাইবার কয়েক হাজারের ওপর ছাড়িয়ে যাবে।
( youtube subscriber )
১০. ভিডিও এমবেড কোড
আপনার টুইটার অ্যাকাউন্টে যদি অনেক টুইটার ফলোয়ার থাকে, কিংবা অনেক ফেসবুক ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে আপনার YouTube চ্যানেলের জন্য অনেক ভালো। যদি আপনার ১০০ জন ফেসবুক ফ্রেন্ড লিষ্টে থাকে তাহলেও আপনার জন্য ভাল শুভ সংবাদ।
( youtube subscriber )
কারণ এরাই আপনার রিয়েল ফ্রেন্ড আপনাকে চিনে। ভুয়া ফ্রেন্ড দিয়ে এখানে কোন লাভ নাই। আপনি আপনার টুইটার আর ফেসবুকে আপনার ভিডিওটি লিঙ্ক শেয়ার করুন, তারপর আপনি এই ১০০ জন ফ্রেন্ডকেই বলেন সারাদিনে কয়েক সেকেন্ড বের করতে আপনার জন্য ভিডিও দেখতে। তারা আপনার ভিডিওটি ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখবে, একটি করে লাইক দিবে, যদি সম্ভব হয় তাহলে একটি করে কমেন্ট করবে কাজ শেষ।
( youtube subscriber )
প্রতিদিন আপনিও তাদের জন্য নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবেন। এভাবে আপনার তৈরী ভিডিও রিলেটেড ফেসবুকে যে যে গ্রূপগুলো আছে সেগুলোতে জয়েন করুন। সেখানে আপনার ভিডিওটির লিঙ্ক শেয়ার করুন। এভাবেই অন্তত ১০ জন করে ফ্রেন্ড আপনি আপনার fb একাউন্টে যোগ করুন। যখন আপনার ফেসবুক ফ্রেন্ড এর সংখ্যা ৪,০০০ হাজার ছাড়িয়ে যাবে, তখন আপনার চ্যানেলের একটি ভিডিও লিংক এর ভিউয়ার সংখ্যাও অনেক বাড়বে।
( youtube subscriber )
যেখানে আগে প্রতিদিন আপনার ভিডিও এর ভিউ হতো ৩০০, সেখানে আপনার ভিউয়ের সংখ্যা বেড়ে দাড়াবে ১৫০০ এরও বেশি। একই কাজ আপনি আপনার টুইটার ও ইনস্টাগ্রাম একাউন্টে করতে পারেন। পাশাপাশি অরো যে সকল সোস্যাল সাইটগুলো রয়েছে সেখানেও আপনি আপনার ভিডিওটির লিঙ্ক শেয়ার করতে পারেন। এছাড়াও আপনার যদি নিজস্ব কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেখানেও ভিডিওটি এমবেড করে বসাতে পারেন,এতে ভাল ভিউ আসবে আর যদি নিজস্ব না থাকে তাহলে কারো সাইটে টাকার বিনিময়ে এড দিতে পারেন।
( youtube subscriber )
পরের পর্ব পোষ্ট করা হলে বিজপ্তি পেতে সাইটের নিচে ইমেল লিখে সাবস্ত্রাইভ করতে পারেন।

 
 
 
 
 
 
 
 
