আপনার NID CARD বা পরিচয়পত্র ও আঙুলের ছাপ use করে আপনার অজান্তে কেউ বাড়তি সিম নিবন্ধন করে নিয়েছে কিনা তা কিভাবে বুঝবেন আজ সেটা নিয়ে আলোচনা করব।
NID CARD খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় পরিচয় পত্রদিয়ে এখন দেশের সকল সিমই নিবন্ধন করা তাই আজ গুরুত্ববহ টিপস শেয়ার করব, নিয়মিত নতুন নতুন টিপস পেতে DonBangla.blogspot.com সাইটটি ভিজিট করুন।
( Nid card sim Registration )
কোন অপারেটরের Gp,bl,rb etc বায়োমেট্রিক পদ্ধতিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে, আমাদের সুবিধার্থে সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি সিম অপারেটর। এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে যাতে নিবন্ধিত সিম সংখ্যা জানা যায়।
( Nid card sim Registration )
একজনের ছাপ দিয়ে একাধিকবার গোপনে অন্যের সিম নিবন্ধন করেছে এরকম খবর SIM Registration এর সময় বোধ হয় অনেকে শুনেছেন।
( Nid card sim Registration )
এরপরেই মোবাইল অপারেটরগুলো এক NID Card এর অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে তা গ্রাহকদের SMS করে জানিয়ে দিয়ে ছিলেন।। যারা এই SMS. পাননি, তাঁরা চাইলে SMS কিংবা ডায়াল করে এখনই জেনে নিতে পারেন ফ্রীতে।
( Nid card sim Registration )
GremeenPhone সিম থেকে info লিখে 4949 নম্বরে SMS করুন।
BanglaLink সিম থেকে *১৬০০*২# নম্বরে ডায়াল করুন।
Robi সিম থেকে *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন।
Airtel সিম থেকে ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে।
( Nid card sim Registration )
প্রতিদিনই নতুন টিপস পোষ্ট করা হয় তাই নিয়মিত DonBangla.blogspot.com ভিজিট করুন, আর যদি কেউ নিজের লিখা বা টপিক এই সাইটে পোষ্ট করতে চান তাহলে ওপরের মেনুবার থেকে Admin on facebook এ ক্লিক করে আমাকে মেসেজ করে জানান।
( Nid card sim Registration )

