একটি ব্যাক্তিগত facebook account খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তির বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সবাই কানেক্ট থাকে আইডিতে, আপনি নিশ্চয় চাইবে না অনাকাঙ্কিত কিছু আপনার আইডি থেকে হোক বা অন্য কেউ আপনার একাউন্ট ব্যবহার করুক।
অপরিচিত ডিভাইস দেখলেন ?আপনার একাউন্ট ব্যবহার করে অন্যকেউ কিছু লাইক,কমেন্ট, শেয়ার করলে তা ডিলিট করে যেভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিজের আয়ত্বে আনবেন( Facebook Tips )
আজকের টপিক নিয়ে নিশ্চই শিরোনাম দেখে ধারণা পাইছেন।
ফেসবুকে আপনার একাউন্টের সুরক্ষার জন্য আছে নানা সেটিংস, আজকের টিপসের পর আপনার পার্সওয়ার্ড কেউ জানে বা আপনার অজান্তে কেউ আপনার একাউন্ট ব্যবহার করে কিনা, কোন কোন বা কয়টি ডিভাইসে বর্তমানে আপনার একাউন্ট লগইন আছে তা দেখতে পারবেন।
( Facebook Tips )
আমি ফেসবুক লাইট থেকে স্কিনশুডে দেখাচ্ছি, পাশাপাশি ওপেরা, ক্রোম সবগুলোতেও কিভাবে করবেন তাও লিখছি।
১. আইডিতে লগইন করুন ওপরে Manu তে গিয়ে এবার একদম নিচে Settings & Privacy বা Settings এ যান।
২. একটু নিচে টানুন ও Security and Login এ ক্লিক করুন।( Facebook Tips )
৩.স্কিনশুডে দেখুন WHERE YOU'RE LOGGED IN এর নিচে আপনার account কয়টি ডিভাইসে লগগইন আছে দেখতে পাবেন।( Facebook Tips )
৪. নিচে see more এ ক্লিক করলে যতগুলা ডিভাইসে আপপনার এককাউন্ট লগইন আছে সব দেখতে পাবেন।( Facebook Tips )

দেখুন ডিভাইসের নাম, কোন জায়গা থেকে কোন সময় লগইন করা হয়েছে সব দেখা যাচ্ছে।



