YouTube Video তৈরী করার নিয়ম

 YouTube Part 2YouTube চ্যানেল জনপ্রিয় করার উপায়গুলো নিয়ে এটা ২য় পর্ব যারা ১ম পর্ব পড়েন নি তার আগে এখানে ক্লিক করে পড়ে আসুন,গত পোষ্টে ৫টা পয়েন্ট আলোচনা করে ছিলাম আজ ৬ থেকে শুরু করব।

( Youtube Video , Youtube Tips )
৬. যে সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন:

( Youtube Video , Youtube Tips )

ভিডিও ইডিট করা
ভিডিও ইডিট করার জন্য অবশ্যই ভালো কোয়ালিটি সম্পন্ন কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে।
প্লে স্টোরে অনেক ভিডিও ইডিট করার সফটওয়্যার পাবেন, কিন্তু আমি বিশেষভাবে ব্যবহার করেত বলবো Wondershare Filmora আর মোবাইলে হলে পাওয়ার ডাইরেক্টর খারাপ না। Wondershare Filmora সফটওয়্যারটি আপনি ম্যক ও উইনডোজ দুটোতেই ব্যবহার করতে পারবেন।

( Youtube Video , Youtube Tips )

তবে অবশ্যই যে সফটওয়্যার ব্যবহার করেন না কেন তা কিনে ব্যবহার করুন মানে pro apk.
আর ভিডিও ইডিটিং করা সহজ কাজ আপনি  যদি অনেকটা ধৈর্য ধরে ভালভাবে এই কাজটি শিখতে পারেন। এছাড়াও ইন্টারনেটে আরো  যে যে ইডিটিং সফটওয়্যার আছে সেগুলোও ইউজ করতে পারেন। আপনি আপনার মোবাইল কিংবা ভিডিও দিয়ে যা যা ভিডিও করেছেন, তা প্রথমে সব ইডিট করে নিন, এরপর আপলোড করুন ইউটিউবে।


( Youtube Video , Youtube Tips )

YouTube ইনট্রো ভিডিও

আপনার YouTube চ্যানেলের জন্য সুন্দর একটি ইনট্রো বানাতে হবে। মনে রাখবেন এই ইনট্রোর উপর নির্ভর করবে আপনার চ্যানেলের অনেক কিছু। আপনার হাতে সময় নিয়ে, আস্তে ধীরে তৈরি করুন আপনার চ্যানেলের ইনট্রো। ইনট্রোর সময় বেঁধে দেয়া আছে ১০ সেকেন্ড। এই ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর ইনট্রো বানাতে হবে অর্থাৎ ইনট্রোল সর্বোচ্চ ১০ সেকেন্ড। এবার আপনার চ্যানেলের সুন্দর একটি লোগো বানিয়ে নিন, আর GOOGLE থেকে সার্চ করে অনেক টেমপ্লেট পাবেন আপনার ইনট্রো বানানোর জন্য;এখান থেকে যেকোন  একটি টেমপ্লেট নির্বাচন করে ভিডিও ইডিটিং সফটওয়্যার দিয়ে চ্যানেলের লোগো সহ ১০ সেকেন্ড এর একটি সুন্দর ইনট্রো ভিডিও বানিয়ে ফেলুন। আপনি ভিডিও ইডিটিং যে কোন একটি সফটওয়্যার দিয়ে এই ইনট্রো বানাতে পারেন, তবে মনে রাখবেন আপনার তৈরী করা ইনট্রোটি যেন ভিডিও ফরমেট এর হয়। সেট করে দিলে এরপর থেকে আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, সেটা শুরু হবার আগে তৈরী করা ইনট্রোটি দেখা যাবে।

( Youtube Video , Youtube Tips )

ইনট্রো বানানোর পর তা আপনি আপলোড করবেন আপনার চ্যানেলের ইন ভিডিও প্রোগ্রামের মধ্যে- ইন ভিডিও প্রোগ্রামে পাবেন চ্যানেলের ড্যাশবোর্ড এর চ্যানেল সেটিংস এর ভিতর গিয়ে।
এবার সেটিংসে যাবার পর Add a branding intro এখানে আপনার তৈরি ইনট্রোটি আপলোড করে দিন।

অডিও ইডিটিং এর টিপস এন্ড ট্রিক্স

( Youtube Video , Youtube Tips )

অডিও ইডিটিং অনেক গুরত্বপূর্ণ আপনার চ্যানেলের ভিডিওটির জন্য।কারণ আপনার অডিও ইডিটিং এর উপর নির্ভর করবে YouTube আপনার তৈরী ভিডিওটি মনিটানাইজেশন করতে দিবে,নাকি দিবে না।
আমি সহজ কিছু টিপস বলে দিব সেগুলো যদি ঠিকমতো করতে পারেন তাহলে আশা করা যায় আপনি একটি ভালো রেজাল্ট পেতে পারেন সহজে YouTube এর কাছ থেকে।
i) প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে আপনার তৈরি করা অডিও ফাইলে  যেকোন ধরনের ব্যকগ্রাউন্ড নয়েজ নেই কিনা। ভয়েজ রেকর্ডিং – এ অনেক সময় গাড়ী বা অন্য  শব্দ শোনা যায়, চেষ্টা করবেন এই জাতীয় নয়েজগুলো এড়িয়ে যেতে যাতে অডিও ক্লিয়ার থাকে।
ii) আপনার একটি ভালো ভিডিও খারাপ অডিওর কারণে শেষ হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন ভালো নিয়মতান্ত্রিক অডিও দিতে। দরকার হলে নিজেই নিজেই অডিও বানিয়ে নিন। অন্যের অডিও কখনোই ব্যবহার করবেন না যাতে কপিরাইট হিসেবে গণ্য না করে। অডিও বানানোর জন্য ইন্টারনেটে অনেক ভাল ভাল সফটওয়্যার পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন।


( Youtube Video , Youtube Tips )

iii) আপনার তৈরী অডিওটি আপনি নিজেই কয়েকবার শুনুন, আপনার কাছে ভালো লাগলে তারপরই আপনার ভিডিওর সাথে যোগ করুন।
চ্যানেলের সুন্দর একটি টেম্পলেট আর একটি ভাল কাভার ফটো বানান আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে ভালো হন।লোগো বানানো জন্য ভাল সফটওয়ার যেমন ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন।


( Youtube Video , Youtube Tips )

৭. ভিডিওর টাইটেল, বর্ণনা এবং বর্ণনা এবং ট্যাগ হচ্ছে একটি ভিডিওর জন্য  গুরুত্বপূর্ণ অংশ।

( Youtube Video , Youtube Tips )

আপনার তৈরী ভিডিও যত ভালোই হোক না কেন, এইগুলো ছাড়া এর কোন মূল্য নেই। কয়েক হাজার বা লক্ষ ভিডিওর মধ্য থেকে মানুষ আপনার তৈরী ভিডিও তখনই দেখবে যখন আপনার ভিডিওতে এই তিনটির  থাকবে।
শুরুতেই কিওয়ার্ড রিসার্চ করে আকর্ষণীয় টাইটেল তৈরি করুন, নাম ভাল না হলে ভিজিটরদের আকর্ষণ কম হবে। আর আপনার টাইটেল তৈরি করার জন্য কিওয়ার্ডগুলো ভাল রিসার্চ করতে হবে। চলুন দেখি কিভাবে উপায়ে কিওয়ার্ড রিসার্চ করবেন।

( Youtube Video , Youtube Tips )

i) কিওয়ার্ড রিসার্চ
পদ্ধতি–১ ইউটিউবে বা গুগলে সার্চ দিতে পারেন আপনার কাঙ্খিত ভিডিওর সাথে মিল রেখে।
যেমন ধরুন আপনার তৈরী ভিডিওটি যদি হয় মানি মেকিং নিয়ে তাহলে ইউটিউবে সার্চ দিন-
How to make money দেখুন এবার কি কি রেজাল্ট দেখাচ্ছে, এখান থেকেই বেচে নিতে পারেন আপনার টাইটেল টি অথবা নিজেই সমস্ত টাইটেল থেকে আপনারটার জন্য বাবহার যোগ্য টাইটেল বানিয়ে নিতে পারেন।


( Youtube Video , Youtube Tips )

পদ্ধতি– ২ আপনি যে টাইটেল দিতে
চাচ্ছেন তা ইউটিউবে লিখে সার্চ করে দেখুন একদম প্রথমে কোনটি আছে।
সেই টাইটেলগুলোর কাছাকাছি একটি টাইটেল তৈরি করতে পারেন। শুধু টাইটেল নয়, আপনি ভালো করে দেখে নিন সেই ভিডিওগুলিতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে যার জন্য প্রথমে এসেছে,আর বর্ণনাতেক কি কি লেখা আছে। আপনি চাইলে সেগুলোও আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন সার্চে আআগে আসার জন্য তবে সেটা নিজে যা ভাল বুঝেন নিজের মতো করে বানিয়ে নিবেন।


( Youtube Video , Youtube Tips )

ii) বর্ণনা
ভিডিওর বর্ণনা এমনভাবে দিবেন যাতে আপনার বর্ণনার ভেতর অবশ্যই টাইটেল এবং ট্যাগের মূল বিষয়ের উপস্থাপনা থাকে। বর্ণনা করার সময় অবশ্যই বর্ণনার মধ্যে আপনার নিজের চ্যানেলের লিংক দিতে ভুলবেন না। আপনার বর্ণনার মধ্যে আপনার YouTube চ্যানেলের লিংক প্রতিস্থাপন করুন।
আপনার বর্ণনা যত বড় করবেন ততই ভালো, আপনার ভিডিও তে এছাড়াও যোগ করুন ফেসবুক পেজ, টুইটার একাউন্ট সহ আরো যে সমস্ত সোস্যাল নেটওর্য়াকিং সাইটে আপনার একাউন্ট আছে সেগুলো, এতে ভাল ভিজিটর পাবেন।


( Youtube Video , Youtube Tips )

iii) ট্যাগ
এবার আপনার তৈরী ভিডিও অনেকটাইপ প্রস্তুত পাবলিশ করার জন্য। শুধুমাত্র শেষ ধাপগুলো সম্পূর্ণ করলেই কাজ শেষ। কমকরে হলেও ১৫টি থেকে ২০ টি ট্যাগ ব্যবহার করুন আপনার তৈরী ভিডিওতে এবং চেষ্টা করবেন ট্যাগগুলো যেন আপনার ভিডিও রিলেটেড হয়,এতে ট্যাগগুলো সার্চ করলে ভাল ভিজিটর আসবে।
উপরে চলুন আমরা এতক্ষণ যা পড়লাম তার একটি উদাহরণ দেখে আসি
TITLE : Comedy Youtube video Channel –
LEVEL NAME
DESCRIPTION
Your good funny and comedy video youtube video channel – new Bangla Fun – LEVEL NAME
(notice the title is repeated in the first video of the description) describe the video content of the video repeating new important keywords such as the game list title, level name gd and featured game
characters. Subscribe for more Videos notifications
TITLE videos : Youtube link Check out video
Video Title Walk through Part 2
PLAYLIST LINK “Like” me on Facebook page
FACEBOOK LINK Follow me on
Twitter TWITTER LINK
Tags video
“bangla comedy,
bangla funny sms video,
bangla comedy natok,
bangla video comedy,
bangla funny video,
bangla comedy video,
bangla funny video ,
comedy natok,
bangla jokes,
bangladeshi video video,
৮. ভিডিও যেভাবে তৈরি করবেন
এতক্ষণতো আমার কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড ও সেটিং কিভাবে করবেন, ভিডিও আপলোড করার নিয়মগুলো জানলাম। এবার চলুন যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটি তৈরি করি।
i) ক্যামেরা এবং লাইটিং
আমরা অনেকেই ক্যামেরা বা লাইটিং এর ব্যবহার সর্ম্পকে তেমন ভালোভাবে জানি না। ক্যামেরা এবং লাইটিং এর উপরে সল্প সময়ে একটি কোর্স করে নিতে পারেন। এটি পরবর্তী জীবনে আপনার আরো অনেক কাজে আসবে।
ভালো একটি ভিডিও তৈরি করার পিছনে অনেক সময় সাধনা করতে হয়। আর লাইটিং সমন্ধে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে ভালো একটি ভিডিও বানাতে পারেন না থাকলে শিখে নিতে পারেন। তাই ভালো একটি ভিডিও তৈরি করতে আপনাকে অবশ্যই ভিডিও লাইটিংর বিষয়গুলো মাথায় রাখতে হবে।
ii) এনকোডিং ভিডিওটি যখন বানাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এর এনকোডিং এর দিকে। সঠিকভাবে এনকোডিং নির্বাচন না করলে আপনার তৈরী ভিডিওটি ইউটিউবে লাইভ হবে না।


( Youtube Video , Youtube Tips )

আর একটি ব্যপার এনকোডিং যদি ঠিকমতো করতে না পারলে ভিডিওর রেজুলেশন এতটাই কমে যাবে যার কারণে আপনার তৈরী ভিডিও আপলোড করার অনুপোযোগী হয়ে যাবে।
পরের পর্বে ভিডিও ভিউয়ার ও চ্যানেলের সাবস্ক্রাইভ বাড়ানোর উপায় লিখব, পরের পর্বের জন্য অপেক্ষা করুন।

DonBangla.blogspot.com

Tag :( Youtube Video , Youtube Tips )
আজকের দিনে সর্বাধিক পড়া হয়েছে
এ সপ্তাহের সর্বাধিক পঠিত টপিক সমূহ

Popular Posts

image
Most Popular Posts

Popular Posts

Category : বিষয়সমূহ
↓Total Pageviews↓

Total Pageviews