আপনি যদি Google map ফ্রী বা ডাটা ছাড়া গুগল ম্যাপ কিভাবে চালাবেন দেখতে চান তাহলে অফলাইন গুগল ম্যাপ ইউজ করার এই টিউরিয়ালটি আপনার জন্য।
সবাই নিশ্চই DonBangla.blogspot.com এর সাথে আছেন আর ভাল আছেন। DonBangla.blogspot.com এর পক্ষ থেকে আমি রাজু আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি।
আশা করি আমার এই ম্যাপস টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লাগবে।
সবাই নিশ্চই DonBangla.blogspot.com এর সাথে আছেন আর ভাল আছেন। DonBangla.blogspot.com এর পক্ষ থেকে আমি রাজু আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি।
আশা করি আমার এই ম্যাপস টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লাগবে।
স্মার্টফোনের এই যুগে পথ বা রাস্তাঘাট চেনাতে গুগল ম্যাপের কোনো জুড়ি নেই। তাই দেশে বা বিদেশে কোথাও ভ্রমণে গেলে প্রায় সবাই পথ চলতে এখন সহায়তা নেন এই প্রযুক্তির বা গুগল ম্যাপের। কিন্ত হয়তো আপনি ঘুরতে ঘুরতে অচেনা কোথাও চলে গেলেন, যেখানে মোবাইলের ইন্টারনেট সংযোগ আর কাজ করছে না! কিংবা মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স না থাকার কারণে কিনতে পারছেন না মোবাইল ডাটা বা এমবি।
এ রকম অনাকাঙ্কিত পরিস্থিতির কথা মাথায় রেখেই গুগলের রয়েছে অফলাইন গুগল ম্যাপ সুবিধা। অর্থাৎ আপনি যদি কোনো জঙ্গলে বা বনে হারিয়ে যান কিংবা গাড়ি চালাতে চালাতে কোনো অচেনা পথে চলে যান, গুগল ম্যাপ কোন ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনাকে আপনার পথ চিনিয়ে দেবে।
ফলে ফোনে নেট কানেকশন না থাকলেও তখন আর বিপাকে পড়তে হবে না। তবে একটি সুকৌশল অবম্বলন করে মোবাইলের ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে গুগলের এ জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুগল ম্যাপস।
এ টিপসে তুলে ধরা হলো কেমন করে মোবাইলে ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন।
1. ইন্টারনেট যুক্ত অবস্থায় আপনার স্মার্টফোন গুগল ম্যাপ ওপেন করতে হবে।
2. এরপর সার্চ বারে গিয়ে ওকে ম্যাপস (Ok maps) লিখে সার্চ দিতে হবে।
3. এবার Save map to use offline লেখাটি এলে লেখাটিতে ক্লিক করে সেভ করতে হবে।
4. এ ছাড়া প্রয়োজনীয় স্থানটি দরকারি মনে করে হলে ঐ স্থানের ওপর টার্চ করুন সেখানে ট্যাপ করুন লাল পিন দেখাবে।
এবার গুগল ম্যাপস এপ্সের অ্যাড্রেসবারে স্ক্রল করলে save map to view offline এরকম লেখা বা একটি বাটন দেখতে পাবেন।
এটি ক্লিক করলেই অফলাইনের জন্য সেভ করা ম্যাপসটি কোন ডাটা ছাড়াই ওপেন হবে ।অথবা গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি চালু করলেই সেইভ করা ম্যাপটি দেখতে পাবেন। তখন ম্যাপটা জুম করে স্থানগুলো ও পথগুলো দেখে নেয়া যাবে।
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-DonBangla.blogspot.com_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
তো বন্ধুরা আপনার যদি এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আমাদের DonBangla.blogspot.com সাইট লিঙ্কটি আর আপনিও নিয়মিত নতুন আপডেটের জন্য ভিজিট করুন DonBangla.blogspot.com
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
কারো কোন সমস্যা হলে মেনু বার থেকে Admin on Facebook ক্লিক করে অভিযোগ,অভিমত,পরামর্শ জানাতে পারেন।
DonBangla.blogspot.com
Connect with technology
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-DonBangla.blogspot.com_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
তো বন্ধুরা আপনার যদি এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আমাদের DonBangla.blogspot.com সাইট লিঙ্কটি আর আপনিও নিয়মিত নতুন আপডেটের জন্য ভিজিট করুন DonBangla.blogspot.com
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
কারো কোন সমস্যা হলে মেনু বার থেকে Admin on Facebook ক্লিক করে অভিযোগ,অভিমত,পরামর্শ জানাতে পারেন।
DonBangla.blogspot.com
Connect with technology


