ফেসবুক Account deactivate থাকবে কিন্তু Messenger এ আপনার বন্ধুকে মেসেজ বা বার্তা আদান-প্রদান করতে পারবেন! ধরুন আপনার ফেসবুক প্রোফাইলে পোষ্ট, কমেন্ট বা কোন সমস্যার কারণে আপনার ফেসবুক account ডিএক্টিভ করেছেন কিন্তু বন্ধু বান্ধবদের সাথে মেসেজ করাটা খুবই জরুরি! অর্থাৎ ফেসবুক একাউন্ট বন্ধ বা ডিএক্টিভ করতে চান কিন্তু বন্ধুদের সাথে মেসেজ ও করতে চান।আবার শুধুমাত্র একাউন্ট যারা ডিএক্টিভ করতে চান তাদের জন্য এ পোষ্ট টা।
( Facebook Account deactivate )
ডিএক্টিভ মানে আপনার একাউন্ট যদি ডিএক্টিভ করেন তাহলে ফেসবুকে কেউ আর আপনাকে খুজে পাবে না আপনার প্রোফাইল দেখবে না,তো চলুন শুরু করা যাক(বুঝার সুবিধার্থে স্কিনশুড সংযোজন করা হয়েছে)।
১. (ক্রোম,সাফারি,ওপেরা,ফেসবুক ও লাইট সকল সফ্টওয়ারেই একই নিয়ম) ফেসবুকে লগইন করুন Settings বা Account Settings এ যান না বুঝলে নিচের ছবি দেখুন।
( Facebook Account deactivate )
২. একেবারে ওপরের অপশান Personal Information এ ক্লিক করুন। (এই অপশন থেকে আপনি Name, phone numbers এবং email addresses ইত্যাদি চেজ্ঞ করতে পারেন।)
৩.এবার নিচের Manage Account
Legacy Contact and Deactivation Settings এ ক্লিক করুন।
Legacy Contact and Deactivation Settings এ ক্লিক করুন।
( Facebook Account deactivate )
৪. এবার Legacy Contact লেখা আছে এর সর্বডানে বা নিচে Account Deactivate বা Deactivate লিখাটায় ক্লিক করুন।
৫.যদি পার্সওয়ার্ড দিতে বলে তাহলে Enter password এ আপনার বার্তমান পার্সওয়ার্ডটা লিখে Continue ক্লিক করুন।আর যদি Password দিতে না বলে সমস্যা নাই,পরের স্টেপ দেখুন
( Facebook Account deactivate )
৬. দেখুন লেখাগুলো বুঝলে পড়তে পারেন Are you sure you want to deactivate your account?
আপনি কি সত্যিই আপনার একাউন্ট ডিএক্টিভ করতে চান?যদি চান তাহলে আপনার একাউন্ট ডিএক্টিভ করার কারণ ফিডব্যকে জমা দিতে হবে,ভয় নাই আপনার কোন সমস্যা হবে না যাই দিন না কেন।নিচে অপশন গুলো বুঝিয়ে দেওয়া হল,
( Facebook Account deactivate )
যেকোন একটা অপশান মার্ক করতে হবে।
* This is temporary. I'll be back. Automatically reactivate my account in... ধরুন আজ থেকে ৬ দিন পর ডিএক্টিভ করা account অটোমেটিক চালু হবে, তাহলে 6 সিলেক্ট করে পাশে মার্ক করুন।যদি এ অপশনটা না চান তাহলে নিচের অপশানগুলো থেকে যেকোন একটা মার্ক করুন।
*I don't find Facebook useful. আমার কাছে Facebook ব্যবহার্য মনে হয়নি৷
*I have another Facebook account. I get too many emails, invitations, and requests from Facebook. আমি Facebook থেকে অনেকগুলি ইমেইল, আমন্ত্রণ, এবং অনুরোধ পাই৷
*I have a privacy concern. আমার গোপনীয়তা সম্পর্কিত একটি উদ্বেগ
আছে৷(এটা মার্ক করতে পারেন)
আছে৷(এটা মার্ক করতে পারেন)
*I don't feel safe on Facebook. আমি Facebook এ নিরাপদ বোধ করি না।(এটাও মার্ক করতে পারেন)
( Facebook Account deactivate )
*I spend too much time using Facebook. আমি Facebook ব্যবহার করার মাধ্যমে অনেক সময় অতিবাহিত করি৷
*I don't understand how to use Facebook. Facebook কিভাবে ব্যবহার করতে হয় তা আমি বুঝতে পারছি না।
*My account was hacked. আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে৷
আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে৷
আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে৷
যেকোন একটা মার্ক করুন না হয় ছবিতে যেটা মার্ক আছে ওটাই দিন।
( Facebook Account deactivate )
৭. এবার একটু নিচে গিয়ে দেখুন Keep using Messenger লিখা আছে, আপনার আইডি ডিএক্টিভ থাকবে, ডিএক্টভ আইডিটা ফেসবুকে কেউ খুজে পাবে না,কিন্তু মেসেজ্ঞারে আপনার বন্ধুরা আপনাকে খুজে পাবে ও তাদের সাথে আপনি মেসেজ আদান প্রদান করতে পারেন তাহলে এটাতে মার্ক দিন।
আর ফেসবুক মেসেজ্ঞার কোথাও আপনাকে খুজে না পাওয়ার জন্য হলে এটাতে মার্ক দিবেন না।
( Facebook Account deactivate )
এবার সর্বনিচের Deactivate এ ক্লিক করুন পরের পেজ লোড হওয়ার জন্য অপেক্ষা করুন।
আপনার একাউন্ট এখন ডিএক্টিভ, এ ডিএক্টিভ একাউন্টকে যেকোন সময় চাইলে এক্টিভ করতে পারবেন আগের মত Email or phone number আর পার্সওয়ার্ড দিয়ে লগইন করার মাধ্যমে,মানে Account Deactivate করার পর যেকোন সময় আবার একই Account এ লগইন করলেই Account Active হয়ে যাবে।
( Facebook Account deactivate )
কোন সমস্যা হলে ওপরের মেনুবারে গিয়ে Admin on Facebook এ ওকে দিলে আমার প্রোফাইলে যাবেন ফেসবুকে আমাকে Message করে জানান।
( Facebook Account deactivate )
DonBangla.blogspot.com






