মোবাইলে যখন দাবা খেলতাম তখন মনে হত যদি একই মোবাইলে না খেলে wifi দিয়ে বন্ধু সহ যে যার মোবাইলে খেলতে পারতাম। আজ নতুন একটি দাদা খেলা ডাউনলোড করতে বলব,যা দিয়ে কোন ইন্টারনেট কালেকশন ছাড়াই বন্ধুর সাথে দাবা খেলতে পারবেন। ( wifi game )
শুরুতেই আজকের আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবসকে স্মরণ করি,বাংলা ভাষার সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক সর্বত্র লোকালয়ে। ( wifi game )
আসুন মূল টপিকে, প্রথমে প্লে স্টোর থেকে নিচের স্কিনশুডে দেখানো এপটি ডাওনলোড করুন play store এ Chess লিখে সার্চ করুন ও cnvcs.com লিখা যেটা আছে ওটাই ডাওনলোড করুন size মাত্র ৬ mb. ( wifi game )
এবার এপটি আপনার এবং বন্ধুর ফোনে (যার সাথে খেলবেন) ইনস্টল করুন। ( wifi game )
এরপর আপনার মোবাইলের wifi hotspot চালু করুন ও আপনার বন্ধুর ফোন থেকে আপনার wifi hotspot কানেক্ট করুন। ( wifi game )
এবার আপনার ফোনে এপটা ওপেন করুন এবং অপশনগুলো থেকে পর্যায়ত্রুমে ক্লিক করুন LAN →Wi-Fi LAN →Host Game → OK করুন এবং বন্ধুর জন্য অপেক্ষা করুন ।
( wifi game )
এবার বন্ধুর ফোনে যান, এপটি ওপেন করুন আর পর্যায়ত্রুমে ক্লিক করুন LAN→ Wi-Fi LAN →এবার আগেরটার মত Host Game না দিয়ে Join game এ ক্লিক দিলে, যে মোবাইল থেকে Host Game দেওয়া হয়েছিল তার নাম দেখা যাবে। ( wifi game )
নামটার ওপর ক্লিক করুন আর ২ টা মোবাইলেই Start এ ক্লিক করুন। ব্যাস গেইম শুরু হয়ে যাবে,, যে যার যার মোবাইলে দাবা খেলবে একজন অন্যজনের সাথে। ( wifi game )
https://writenewpost.blogspot.com/
https://helloworldtoday24.blogspot.com/
https://todayupdatenewsss.blogspot.com/
গেইম শেষ না হওয়া পর্যন্ত hotspot ও wifi অন রাখবেন, ভয় নাই mb বা টাকা তো কাটবে না। আর যে মোবাইল গুলো দিয়ে খেলবেন দুই মাবাইলের মধ্যবর্তী দূরত্ব ১০ মিটারের দূরে না যাওয়ায় ভাল,অন্যথায় wifi কালেকশন চলে যেতে পারে। ( wifi game )
DonBangla.blogspot.com
( wifi game ) ( wifi game ) ( wifi game )




